BREAKING NEWS বেপোরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত‍্যু : দুর্ঘটনা রাজ‍্য সড়কে

2nd October 2020 11:30 am বাঁকুড়া
BREAKING NEWS বেপোরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত‍্যু : দুর্ঘটনা রাজ‍্য সড়কে


দেবব্রত মন্ডল ও তৌসিফ আহমেদ ( পাত্রসায়ের ) : 

 ফের অত্যাধিক গতির বলি ১ পথযাত্রী ।  ঘটনা পাত্রসায়ের থানার ইদিল চক মোড় সংলগ্ন রাজ্য সড়কের ওপর । পথ দুর্ঘটনায় মৃত্যু হল শেখ হারুন নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির তার বাড়ি পাত্রসায়ের মুসলিম পাড়ায় । স্থানীয় সুত্র জানতে পারা যায় ওই ব্যক্তি সাইকেল নিয়ে পাত্রসায়ের থেকে রসুলপুরের দিকে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে একটি দ্রুতগতিসম্পন্ন ট্রাক এসে ওই ব্যক্তিকে ট্রাকের চাকায় পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা রসুলপুর বাজারে ওই ট্রাকটিকে আটক করে । এরপর উত্তেজিত জনতারা ওই ব্যক্তির মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে স্বভাবত কারণেই দীর্ঘসময় রোড অবরোধ হয়ে থাকে । প্রথমে ঘটনাস্থলে পুলিশের দেখা না মিললেও ঘন্টাখানেক পর পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে আসে । এরপর পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় I





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।